ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) স্বেচ্ছাসেবী সংগঠন 'পিসিআইইউ ভলান্টিয়ার্স'-এর ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কাজী মো. আমিনকে লিডার, মুজতাহিদ হাসান এবং ঋদিকা দাস তন্বীকে কো-লিডার হিসেবে মনোনীত করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পুরনোদের বিদায় ও নতুনদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন পুরনো কমিটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নতুন কমিটির ঘোষণা দেন।
এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, ২০২৪ সালের কমিটির লিডার মোহাম্মদ আবদুল আহাদ, লিডার ফাহমিদা কাদের নওরিন, কো-লিডার তাফসীরুল সামি সহ বিভিন্ন বিভাগের সাবেক (২০২৪) প্রতিনিধিরা।
নতুন কমিটিতে আরও রয়েছেন শারমিন আক্তার (উইমেন রিপ্রেজেন্টেটিভ), শ্রীশান্ত মহাজন (ট্রেজারার) ও মো. মারুফ (আইটি হেড)।
এছাড়া, বিভিন্ন বিভাগের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন রিফাতুন্নেসা সুরভি (সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ), পার্সা ইবনাত (ব্যবসায় প্রশাসন বিভাগ), নাসিয়া তাবাসসুম এশা (ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি বিভাগ), মোহাম্মদ তানভির তৌহিদ আবির (আইন বিভাগ), মোহাম্মদ তামিম (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ),তন্ময় দাস শ্রাবণ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ), আফসাসা রহমান মিম (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), মোহাম্মদ আজহারুল ইসলাম আবির (ইংরেজি বিভাগ) এবং জাহেদুল ইসলাম (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ)।
নতুন কমিটি ঘোষণার পর স্বেচ্ছাসেবকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তারা আশা করছেন, এই কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করবে।
২০২৪ সালের কমিটির লিডার মোহাম্মদ আবদুল আহাদ বলেন, নতুন কমিটির কাছে প্রত্যাশা, তারা সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও প্রসারিত করবে।
নবনির্বাচিত লিডার কাজী মোঃ আমিন বলেন, এই সংগঠন সবসময় শিক্ষার্থীদের, সমাজের, সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সংগঠনকে আরও সমৃদ্ধ করতে চাই।
একজন সাধারণ স্বেচ্ছাসেবক বলেন, নতুন নেতৃত্বে আমরা আরও ভালো কিছু করার সুযোগ পাবো। আশা করি, সবার সহযোগিতায় সংগঠন আরও বড় কিছু করবে।
মেসেঞ্জার/সাখাওয়াত/এসকে/ইএইচএম