ছবি : সংগৃহীত
নীলফামারীর ডিমলায় সংবাদ প্রকাশের জেরে রেজোয়ান ইসলাম নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ এর নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রেজোয়ান ইসলামকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রেজোয়ান ইসলাম।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায় , সম্প্রতি উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি থেকে মতিরবাজার পর্যন্ত একটি পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারে প্রকাশিত হয়। এ বিষয় নিয়ে কাজের সাব-ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক রেজোয়ানকে সংঘাতের হুমকি দেয়।
এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে রেজোয়ান ইসলাম তার পেশাগত কাজে উপজেলা প্রকৌশল অফিসে যাওয়ার পথে সাব-ঠিকাদার দুলালের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাংবাদিকের ওপর হামলা করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী রেজোয়ান ইসলাম বলেন, গত ৩ ফেব্রুয়ারি ‘বার্তা বাজার’ নামের অনলাইন সংবাদমাধ্যমে ‘সরকারি প্রকল্পের নামে চলছে হরিলুট, তিন কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এর জের ধরেই কাজের সাবঠিকাদার দুলাল কাঠের লাঠি নিয়ে আমার ওপর সন্ত্রাসী হামলা চালান। এ সময় আমার পকেট থেকে ১৪ হাজার ৫৯০ টাকা ও আমার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় দুলাল ও তার লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সাব ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল বলেন, সাংবাদিক রেজোয়ান ইসলাম আমাকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলে কটাক্ষ করেছে। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। আমি তার ওপর হামলা করিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে সাংবাদিককে বুঝিয়ে দিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মেসেঞ্জার/রিপন/তুষার