ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

চুরি করা প্রাইভেট কারে মিলল মাদক, গ্রেপ্তার ৩

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

চুরি করা প্রাইভেট কারে মিলল মাদক, গ্রেপ্তার ৩

কুমিল্লা থেকে চুরি করে নিয়ে আসা একটি প্রাইভেট কার থেকে ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আক্কেলপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সোনামুখী মসজিদ এলাকায় গাড়িসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার কতোয়ালি থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪২) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের রাকিব হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (২৫)। নাজমা বেগমের নামে এর আগেও বগুড়া, নাটোর ও কুমিল্লায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নাজমা বেগম বলেন, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা কুমিল্লা থেকে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তবে গাড়িটি চুরি করা কি না, তা তিনি জানেন না।

পুলিশ সূত্র জানায়, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যার পর সংবাদ আসে। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী পৌর সদরের আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় সড়কে তল্লাশি চৌকি বসিয়ে সাদা রঙের ওই প্রাইভেট কারকে থামার সংকেত দেন। এ সময় প্রাইভেট কারের সামনে থাকা একজন দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িসহ তিনজনকে থানায় নিয়ে এসে তল্লাশি করলে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কুমিল্লা থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার চুরি করে নিয়ে আসছিল এমন সংবাদ পেয়ে তল্লাশি চৌকি বসিয়ে গাড়িটিকে আটক করা হয়। থানায় নিয়ে তল্লাশি করলে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়। রাতে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। আজ বুধবার দুপুরে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মেসেঞ্জার/রমি/তুষার