ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মাগুরায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

মাগুরায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ছবি : মেসেঞ্জার

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় উদযাপিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এর আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা গণগ্রন্থাগার। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে কার্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। সেখানে উড়ানো হয় বেলুন। এরপর প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, গ্রন্থাগার হলো জ্ঞানের ভান্ডার, যা একটি জাতির সভ্যতা ও সংস্কৃতির মানদণ্ড নির্ধারণ করে। তরুণ প্রজন্মকে গ্রন্থাগারমুখী করতে আমাদের সচেতন হতে হবে। ডিজিটাল যুগে প্রযুক্তির সঙ্গে বইয়ের সংযোগ ঘটিয়ে গ্রন্থাগার ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া আনতে হবে।

মাগুরা জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে বই ও গ্রন্থাগারের কোনো বিকল্প নেই। আমাদের গ্রন্থাগারকে আরো আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর করতে হবে, যাতে পাঠকদের আরও বেশি আকৃষ্ট করা যায়। পাশাপাশি শিশু-কিশোরদের গ্রন্থাগারে আসার অভ্যাস গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার।

প্রতিযোগিতায় বিজয়ী নাফিসা নাওয়ার অনুভূত প্রকাশ করে বলেন, আমি বই পড়তে ভালোবাসি, তাই গ্রন্থাগার আমার কাছে খুব প্রিয় জায়গা। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি অনেক কিছু শিখেছি। বই আমাদের নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সবাইকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানাই।

আলোচনা সভা শেষে গ্রন্থাগার বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজকরা জানান, আগামীতে গ্রন্থাগার ব্যবস্থাপনায় আরও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে।

মেসেঞ্জার/শ্রাবণ/তুষার