ছবি : মেসেঞ্জার
শিক্ষা ও খেলাধুলার মান উন্নয়নে মাগুরা সদর উপজেলার সকল (পৌরসভা ব্যতীত) মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
বিতরণ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য বেঞ্চ, ছাত্রীদের মধ্যে সাইকেল, শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সেট, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স, শিক্ষার্থীদের মধ্যে পানির পট, প্রতিষ্ঠানে হোয়াইট বোর্ড, প্রতিষ্ঠানে ব্যাডমিন্টন সেট, খেলোয়াড়দের মধ্যে ট্যাকসুট, প্রতিষ্ঠানে ন্যাপকিন প্যাড ও প্রাণিসম্পদ বিভাগের প্রজনন সেন্টারে ফ্রিজ বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদ এ বিতরণ কার্যক্রমের আয়োজন করে।
মেসেঞ্জার/শ্রাবণ/তুষার