ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চিলমারীতে বিনামূল্যে মুরগি বিতরণ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

চিলমারীতে বিনামূল্যে মুরগি বিতরণ 

ছবি : মেসেঞ্জার

চরাঞ্চলের বসবাসরত অনগ্রসর মানুষের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (ILDP) এর আওতায়’ কুড়িগ্রামের চিলমারীতে মুরগি পালন প্যাকেজের সুফলভোগীদের মাঝে মোরগ-মুরগি বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চিলমারী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার জোড়গাছ পুরাতন বাজার সংলগ্ন স্বচ্ছ হোটেলের সামনে ১৮৪৬ টি সোনালী জাতের মুরগি এবং ২৮৪ টি মোরগ দেওয়া হয়। ১৪২ জন সুফল ভোগীকে উক্ত সুবিধা দেওয়া হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক (ILDP) ডা. নন্দ দুলাল টীকাদার, চিলমারী প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহীন আলম, উক্ত প্রকল্পের এলইও ডা. শামসুর রহমান সুমনসহ প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

এ সময় প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল ঠিকাদার বলেন, ‘চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, আয়, খাদ্য, পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে ২১৩০ সোনালী জাতের মোরগ-মুরগি বিতরণ করা হয়েছে। এতে করে চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মিটিয়ে অতিরিক্ত ডিম ও মাংস বিক্রি করে প্রান্তিক জনগোষ্ঠী আর্থিকভাবে লাভবান হবে ও দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে।’

মেসেঞ্জার/রাফি/তুষার