ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ফটিকছড়িতে ১১ দোকান পুড়ে ছাই 

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ফটিকছড়িতে ১১ দোকান পুড়ে ছাই 

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের ফটিকছড়িতে ১১টি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি সকালে ৭ টায় উপজেলার কাজিরহাট বাজারে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- রঞ্জিতের মিষ্টি দোকান, আবু সওদাগরের চাউলের দোকান, তসলিমের কুকারিজ দোকান, আলমগীরের গাছের দোকান, তসলিমের বেডিং দোকান, আনসারের হোটেল ও চা দোকান, আব্বাসের ওয়ার্কশপ, আব্বাসের পান দোকান, তাহেরের স্টিলের দোকান, সেলিমের বিসমিল্লাহ হোটেল, নুরুল ইসলামের ওয়ার্কশপের দোকান।

স্থানীয় সূত্রে জানা যায়,আনসার সওদাগরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে৷

এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ১১টি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।

এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানগুলো টিন আর বাঁশের বেড়ার হওয়ার দ্রুত আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা বলে হচ্ছে।

মেসেঞ্জার/কামরুল/তুষার