ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ভোটার তালিকায় হালনাগাদ: লোহাগাড়ায় তথ্য সংগ্রহের কাজ শেষ

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ভোটার তালিকায় হালনাগাদ: লোহাগাড়ায় তথ্য সংগ্রহের কাজ শেষ

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মো. আবদুল শুক্কুর।

ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ দ্রুত শুরু হবে এবং ইতোমধ্যে যাচাই-বাচাই প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় গেল মাসের ২০ জানুয়ারি লোহাগাড়ায় ৯ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছিল এবং চলতি মাসের ৩ ফেব্রুয়ারি কাজ শেষ করা হয়। ভোটার হালনাগাদে তথ্য সংগ্রহকারী ছিল ৯৭ জন, সুপার-ভাইজার ছিল ২০ জন।

০১/০১/২০০৮ সালের পূর্বে যাদের জন্ম লোহাগাড়ায় তাদের মোট ভোটার সংগ্রহ হয়েছে ২১হাজার ২৩৯ জন। এদের মধ্যে পুরুষের সংখ্যা ১১ হাজার ২৯৫ জন এবং মহিলা সংখ্যা ৯ হাজার ৯৪৪ জন।

উপজেলা নির্বাচন অফিসার মো. আবদুল শুক্কুর জানান, গত ২০ জানুয়ারি থেকে লোহাগাড়ার ৯ ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহ শেষ হয়েছে চলতি মাসের ৩ ফেব্রুয়ারি। দ্রুত সময়ের মধ্যে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ দ্রুত শুরু করা হবে। যাচাই-বাচাই কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের টার্গেটের চাইতে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহে আমার প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি। তবে, লোহাগাড়া উপজেলাটি বিশেষ এলাকা বিধায় রেজিঃ কেন্দ্রে গিয়ে ফরম পূরণ করে ছবি তোলার কোন সুযোগ নেই। তথ্য সংগ্রহ কার্যক্রম সফল ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।

মেসেঞ্জার/তুষার