ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

লোহাগাড়ায় টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শনে ডেনমার্কের বিশেষ প্রতিনিধি দল

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

লোহাগাড়ায় টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শনে ডেনমার্কের বিশেষ প্রতিনিধি দল

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) কার্যক্রম পরিদর্শন করেছেন ডেনমার্ক থেকে আগত একটি বিশেষ প্রতিনিধি দল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে ডেনমার্কের প্রতিনিধি দলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্টাফবৃন্দ।

পরিদর্শনকালে প্রতিনিধি দল ইপিআই কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। যার মধ্যে ছিল টিকাদান প্রক্রিয়া, সংরক্ষণ ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা এবং স্থানীয় জনগণের সাড়া। স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, টিকাদান ব্যবস্থাপনার সুশৃঙ্খলতা এবং শিশুদের টিকাদানের উচ্চ হার দেখে সন্তোষ প্রকাশ করেন ডেনমার্কের এ প্রতিনিধি দল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে সময়মতো টিকার আওতায় আনা। উন্নত বিশ্ব থেকে বিশেষজ্ঞদের পরামর্শ আমাদের আরও দক্ষভাবে কাজ করতে সাহায্য করবে।’

এসময় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াকুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেনমার্কের প্রতিনিধি দল স্থানীয় জনগণের সাথেও কথা বলেন এবং তাদের টিকাদান সম্পর্কে মতামত নেন।