ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ২৮ মামলার আসামী আশিক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ২৮ মামলার আসামী আশিক গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও ২৮ মামলার আসামী আশিকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়াির) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন চৌধুরী।

গ্রেপ্তার আশিক কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়া এলাকার আব্দুল করিমের ছেলে৷ তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারিসহ মোট ২৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আশিক কক্সবাজারে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। তার হাত থেকে রেহায় পায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে আদালকে সোপর্দ করা হবে।

মেসেঞ্জার/রাসেদ/তুষার