ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

প্রয়াস গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রয়াস গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

প্রয়াস গ্রুপের উদ্যোগে সম্প্রতি রুপগঞ্জ উপজেলার একটি রিসোর্টে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পবিত্রগ্রন্থ পাঠ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা, কবিতা আবৃতি ও র্যাফেল ড্র-এর মতো নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার, পরিচালক রূপক রঞ্জন তালুকদার, পরিচালক তৃষা দেব, পরিচালক শরীফ আহমেদ, পরিচালক আলমগীর কবির, জনসংযোগ কর্মকর্তা মো. সাহিদ আহমেদসহ গ্রুপের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রদ্যুৎ কুমার তালুকদার তার বক্তব্যে বলেন, ‘প্রয়াস গ্রুপের সাফল্যের পেছনে আমাদের কর্মী ও সহযোগীদের অবদান অপরিসীম। এই বনভোজন আমাদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান। কবিতা আবৃতির মাধ্যমে সাহিত্যচর্চা এবং র্যাফেল ড্র-এর মাধ্যমে উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

প্রয়াস গ্রুপের এই আয়োজন কর্মী ও তাদের পরিবারবর্গের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। প্রয়াস গ্রুপের পক্ষ থেকে আগামীতেও এমন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন