ছবি : মেসেঞ্জার
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণকে কেন্দ্র করে গতকাল রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া, জেলার অন্যান্য এলাকায় বিভিন্ন মামলায় আওয়ামী লীগের আরও ১ একজনসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ কে আটক করে। আটককৃতরা হলেন,রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আরথান আলী (৪০), রাণীশংকৈল পৌর শাখা যুবলীগ সদস্য, মো. মাইদুল ইসলাম (৪৩), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. মুন্না (১৯) ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. ইফতিয়ার আহমেদ (১৯) ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. এরিন জাভেদ জয় (২৪) আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আসাদুজ্জামান (২৮) এবং মো. রাজু আহমেদ (৩২) কে আটক করার পর জিজ্ঞাসাবাদে ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও ঠাকুরগাঁও সদর থানায় একজনকে আটক করা হয়, তবে ঠাকুরগাঁ সদর থানা অফিসার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান বলেন, তার নাম পরিচয় এখন পর্যন্ত জানতে পারেনি। তবে জামালপুর থেকে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের রাণীশংকৈল থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুর ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিল। এ ঘটনায় রাণীশংকৈল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
মেসেঞ্জার/আরিফ/তুষার