ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

৬ বছর পর যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

৬ বছর পর যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

ছবি : মেসেঞ্জার

৬ বছর পর অবশেষে যশোর জেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান কমিটির সভাপতি এম তমাল আহমেদকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণে নির্দেশনা প্রদান করা হয়েছে।

কমিটির বাকীরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, রাজিদুর রহমান সাগর ও মোহাম্মদ ইমদাদুল হক।

জানা যায়, ২০১৮ সালের ২ জুন এম তমাল আহমেদকে সভাপতি ও আনসারুল হক রানাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। পরে ২০২০ সালে ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ আগের কমিটি গঠিত হয়েছিল ২০০৪ সালে। দীর্ঘ ১৪ বছর পর ২০১৮ সালে গঠিত কমিটি সাড়ে পাঁচ বছর অতিক্রম করেছে। নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা যুবদলের কমিটি ভেঙ্গে দিল কেন্দ্রীয় কমিটি। ইতিমধ্যে নতুন কমিটিতে পদপ্রত্যাশীরা নড়েচড়ে বসেছে। কারা আসছেন নতুন নেতৃত্বে, সেই বিষয়ে চলছে নানা আলোচনা।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, কেন্দ্র ঘোষিত যশোর জেলা আহ্বায়ক কমিটি সুন্দর হয়েছে। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাবো। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। জেল, জুলুম, হামলা, মামলার শিকার হয়েছেন তাদেরকে কমিটিতে মূল্যায়ন করা হবে।

মেসেঞ্জার/তুষার