ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জয়পুরহাটে অবশেষে সেই মাঠে ফুটবল খেললেন নারীরা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জয়পুরহাটে অবশেষে সেই মাঠে ফুটবল খেললেন নারীরা

ছবি : মেসেঞ্জার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা আয়োজন নিয়ে আপত্তি ও ভাঙচুরকে কেন্দ্র করে নানা ঘটনার পর অবশেষে সেই মাঠে ফুটবল খেললেন নারীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

আক্কেলপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম। প্রধান অতিথি হিসেবে বিকেল ৪টায় জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

আরও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ প্রমুখ।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়। খেলার নাম দেওয়া হয়েছে ‘প্রমিলা ফুটবল ম্যাচ’। এতে ঢাকা জেলার নারী ফুটবল দল বনাম জয়পুরহাট নারী ফুটবল দল অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন নারী রেফারি লতা পারভীন এবং সহকারী রেফারি ছিলেন সপ্না চৌহান ও রহিমা আক্তার। খেলায় ঢাকা জেলা নারী দলকে ১-০ গোলে হারিয়ে জয়পুরহাট জেলা নারী দল জয়লাভ করে।

ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলের খেলোয়াড় মালা বলেন, এই মাঠে খেলতে এসে আমাদের খুব ভাল লাগছে। এতো দর্শক দেখে হেরে যাওয়ার কষ্ট ভুলে গেছি।  প্রতিটি জেলা ও উপজেলায় এধরনের খেলা আয়োজন করা উচিৎ। মেয়েরা অনেক ভাল কিছু করবে। মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিই প্রমাণ করে পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবল খেলাও জনপ্রিয়।

জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দলের খেলোয়াড় রাত্রী বলেন, কোন ঝামেলা ছাড়াই আজকের খেলা সমাপ্ত হয়েছে। আমি বলতে চাই মেয়েদের কোন বাধা ছাড়া খেলতে দেওয়া উচিৎ। বাংলাদেশের মেয়েরা সাফ চাম্পিয়ন হয়েছে। আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাই কখনো যেন মেয়েদের খেলায় বাধা না দেওয়া হয়।

খেলা দেখতে আসা সুজন আহম্মেদ বলেন, আজ আমরা খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে মাঠে মহিলা দলের ফুটবল খেলা উপভোগ করছি। আমরা এই খেলাটি দেখার জন্য অধির আগ্রহ নিয়ে ছিলাম। মেয়েরা ক্রীড়ায় এগিয়ে যাচ্ছে। যা তাদের জন্য ইতিবাচক। এরকম খেলা ভবিষ্যতে আরও দেখতে চাই।

তিলকপুর বাচ্চা হাজী ক্বওমি মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, নারীদের ফুটবল খেলার বিষয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে এমন ঘটনা ঘটেছে। আমরা নারী ফুটবলের বিরুদ্ধে নয় বরং অশ্লিলতার বিরুদ্ধে ছিলাম। যেখানে সরকার খেলাকে বৈধতা দিয়েছে, সেখানে সরকারের বিরুদ্ধে আমরা আর কখনো যাব না। এ ঘটনায় আমরা অনুতপ্ত। আজ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নারীদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট মহিলা ফুটবল দলের কোচ কানাই চন্দ্র দাস বলেন, আমাদের একটাই চাওয়া এই খেলা কোথাও যেন বন্ধ না হয়। নারীরা খেলাধুলার মাধ্যমেও অনেক এগিয়ে আছে। খেলাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল তা শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। নারীদের ফুটবল খেলায় আর বাধা থাকলো না। এই খেলায় প্রমাণ করে ক্রীড়াঙ্গনে নারীদের সফলতা।

জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী বলেন, আমরা অনেক টুর্নামেন্ট করেছি। তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠেও মেয়ে-ছেলেদের অনেক ধরনের খেলা হয়েছে। এখানে খেলা নিয়ে যে ঘটনা ঘটেছিল সেটি দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে মাঠে প্রবেশ করে ঘেরাও করে বেড়া যারা অপসারণ করেছিল এবং খেলা বন্ধ হয়েছিল, সেটির জন্য তারা ক্ষমা চেয়েছে।

মেসেঞ্জার/রমি/তুষার