ছবি: প্রতিনিধি
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে- নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ বনাম পুটিবিলা ইউনিয়ন ক্রিকেট একাদশ।
১২ ওভারের উদ্বোধনী খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করেন আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ। তারা ১২ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান নিতে সক্ষম হয়। পরে ব্যাটিংয়ে নেমে ১০ ওভার রার্নিং-এ অল আউটে ১২৪ রান নিতে সক্ষম হন পুটিবিলা ইউনিয়ন ক্রিকেট একাদশ। মোট ৪১ রানের ব্যবধানে বিজয়ী হন আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ।
উপজেলা প্রশাসন কাপ ক্রিকেট টুর্ণামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় এবং উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান।
উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কর্তা ডা. মুহাম্মদ ইকবাল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খাঁন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইশতিয়াকুর রহমান, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম জাহেদ চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আবদুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বটতলী শহর শাখার আমীর প্রফেসর জালাল আহমদ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, উপজেলা এলডিপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা সহ বিভিন্ন ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে খেলায় বিজয়ী দল এবং সেরা খেলোয়াড়দের ম্যান-অপ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন অতিথিরা।
মেসেঞ্জার/রায়হান/এসকে/ইএইচএম