ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন সরঞ্জামাদিসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ২০:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:২৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন সরঞ্জামাদিসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি ও একটি পিকআপসহ পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানার পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- গৌরনদীর পিঙ্গলাকাঠি গ্রামের মৃত খালেক সরদারের ছেলে আল আমিন, যশোরের কোতয়ালী থানাধীন আশ্রমরোড শংকরপুর এলাকার মৃত আনোয়ারুল ইসলাম আনারের ছেলে রিয়াজ হোসেন হৃদয়, একই এলাকার মৃত লোকমান হাওলাদারের ছেলে ইয়াছিন আরাফাত, বরিশাল বন্দর থানার কাউয়ারচর এলাকার মৃত আশরাফ আলী খানের ছেলে আসাদুজ্জামান তুহিন খান ও তার সহদর জীবন খান।

ওসি আরও জানিয়েছেন, অভিযানের সময় রাজিব হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীররাতে গৌরনদী উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার জনৈক জিন্নাত আলী হাওলাদারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে থানার টহল পুলিশ অভিযান চালিয়ে উল্লিখিত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

মেসেঞ্জার/সাইদ/তুষার