ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্প উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্প উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

অসংক্রামক রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য গবেষণায় ৫টি রোগের প্রতিরোধ বিষয়ক ব্যবস্থা গ্রহণের জন্য তিনবছর মেয়াদী পিকান (পারটিসিপিটরি এংগেজমেন্ট ফর সিটি কমিউনিটিস এগেনেস্ট এনসিডি রিস্ক ইন বাংলাদেশ এন্ড নেপাল) প্রকল্পের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ও নেপালের মত শহরগুলোকে হৃদরোগ, ডায়াবেটিক, ক্যান্সার, শ্বাসকষ্টজনিত রোগ ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা প্রতিরোধে কাজ করবে এই চিকিৎসক দলটি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ এর সহযোগিতায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি জাতীয় প্রফেসর একে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর এডওয়ার্ড ফট্রেল, ড. জোয়ানা মরিসন, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এমএ সামাদ প্রমুখ।

সভায় ফরিদপুরের বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, অংশগ্রহণমূলক দল-ভিত্তিক আলোচনা পদ্ধতি অনুসরণ করে এই ধরণের অসংক্রামক রোগগুলোকেও প্রতিরোধ করা সম্ভব। সেই লক্ষ্যে নেপালের একটি শহর ও বাংলাদেশের ফরিদপুর পৌরসভার ২টি ওয়ার্ডে তাদের এই প্রথম ধাপের কার্যক্রম শুরু করেছে।

এছাড়াও সামাজিক রীতি-নীতি, জেন্ডার প্রথা, জীবনযাপন ও আবাসন, স্বাস্থ্যনীতি ও বাজার ব্যবস্থাপনাকে মাথায় রেখে অসংক্রামক রোগের ঝুকি কমানোর কাজ করবে তারা। পরিমিত খাদ্যাভাস, নিয়মিত ব্যয়াম, কেমিক্যাল মুক্ত খাবার গ্রহণসহ বিভিন্ন বিষয় কমিউনিটি পদ্ধতিতে কাজ করে সকলের সুস্থ্য থাকার কথা বলা হয়।

মেসেঞ্জার/নাজিম/তুষার