ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

দ্রুত নির্বাচন না দিলে দেশ ও জাতীয় নিরাপত্তা গভীর সংকটের মধ্যে পড়বে: ড.আসাদুজ্জামান রিপন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

দ্রুত নির্বাচন না দিলে দেশ ও জাতীয় নিরাপত্তা গভীর সংকটের মধ্যে পড়বে: ড.আসাদুজ্জামান রিপন

ছবির ক্যাপশন: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন এর বক্তব্যকালে ছবিটি বুধবার দুপুরে তোলা - টিডিএম।

দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে, জাতীয় নির্বাচনের, আয়োজন করা না হলে, দেশ ও জাতীয় নিরাপত্তা গভীর সংকটের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের চলমান কার্যক্রম নিয়ে আশাহত হয়েছে বিএনপি।

অতীতের স্বৈরাশাসক সরকার যেভাবে ভোগবিলাসে লিপ্ত ছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা সেভাবেই ভোগ-বিলাসে লিপ্ত হয়েছে। এতে পরিবর্তনের যে অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ করেছিল উপদেষ্টারা তা ব্যাহত হচ্ছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপন এর আয়োজনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পাচগাঁও ইউনিয়নের হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সংস্কারের যেসব এজেন্ডা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, উপদেষ্টাদের ভোগবিলাসিতায় সরকার সেখান থেকে পিছিয়ে পড়েছে। এছাড়া আসাদুজ্জামান রিপন আরও বলেন, কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, একাধিক গাড়ি ব্যবহার করছেন; এটা অন্তবর্তীকালিন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। যে সকল উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন ওই সমস্ত উপদেষ্টাদের অন্তবর্তীকালীন সরকার হতে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি আমরা আহ্বান জানাবো।

পরে অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ড.আসাদুজ্জামান রিপন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

মেসেঞ্জার/শুভ/তুষার