ছবি : মেসেঞ্জার
জায়গা-জমি সংক্রান্ত বিরোধে সালিশ বৈঠকে নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে মারামারির ঘটনায় ৬ জন আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সেনবাগ থানা পুলিশ স্থানিয় ইউপি সদস্য আবু তালেব টিপুসহ মো. আনোয়ার হোসেন, আবু জাফর রতন, তাজুল ইসলাম, জসিম উদ্দিন, মো আক্তার হোসেনকে জেল হাজতে পাঠায়। তারা সকলে উপজেলা কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামের ফরাজি বাড়ীর বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. আবু তালেব টিপুর সাথে তার চাচাতো ভাইদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানা গোলঘরে সালিশি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার এএসআই সায়েম ভুইয়া। বৈঠকে উভয় পক্ষের সালিসদারেরাও উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটার দিকে সালিশ বৈঠক চলাকালে বিবাদমান দুই পক্ষ বাকবিতান্ডে লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ছয় জনকে আটক করে। এ ঘটনায় এএসআই সায়েম ভুইয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
এ ব্যাপারে সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান থানার গোলঘরে কাচ ভাঙচুর হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির রাস্তা নিয়ে বিরোধ মীমাংসার জন্য, দুই পক্ষকে নিয়ে থানার গোলঘরে সালিশ বৈঠকে বসা হয়েছিল। বৈঠকের এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতান্ডে লিপ্ত হয় ও একপক্ষ অপর পক্ষকে ধাক্কা দেয়। এতে কাচে ঘেরা গোলঘরের কাচ ভেঙে যায়। ওসি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ছয় জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
মেসেঞ্জার/তুষার