ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

ছবি : মেসেঞ্জার

পেট্রল পাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলে পেট্রল পাম্প মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েন উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় মালিক শ্রমিকরা।

এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগে, বুধবার ৮ থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার পেট্রল পাম্পে সকল প্রকার জ্বালানি তেল বিপণন বন্ধ রাখেন মালিক শ্রমিকরা। এদিন সকাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি নৌ বন্দরে পদ্মা, যমুনা ও মেঘনার ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন করা হয়নি।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান জানান, বিপিসি চেয়ারম্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটিকে আশ্বস্ত করেছেন আগামী সাতদিনের মধ্যে সব সমস্যার সমাধান করা হবে। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

তিনি বলেন, নওগাঁ জেলায় বিনা নোটিশে পেট্রল পাম্প ভাঙচু করার প্রতিবাদে মালিক সমিতি উত্তরাঞ্চলের সব পেট্রল পাম্পে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। তবে আগামী সাত দিনের মধ্যে সব সমস্যা সমাধানের আশ্বাসে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মেসেঞ্জার/রাসেল/তুষার

আরো পড়ুন