ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ছবির ক্যাপশন: ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মরদেহ উদ্ধারের ছবিটি বুধবার বিকেলে তোলা - টিডিএম।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক পথচারী (৫৫) নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ওই পথচারীর (পুরুষ) পরিচয় এখনও সনাক্ত করতে পারিনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় দূরপাল্লার একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিহত ওই পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন,মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, অজ্ঞাত মরদেহটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় শনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মেসেঞ্জার/শুভ/তুষার

আরো পড়ুন