ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ঝিনাইদহে মানবপাচার বিষয়ক কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহে মানবপাচার বিষয়ক কর্মশালা

ছবি : মেসেঞ্জার

‘মানবপাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো’ বিষয়ক জেলা পর্যায়ে এক শেয়ারিং ওরিয়েন্টেশন সভা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মু. জসিম উদ্দিন খান।

কর্মশালায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ প্রতিনিধি জহিরুল ইসলাম, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক থেকে এম মাসুদ আলী, উইনরক ইন্টারন্যাশনালের মৃন্ময় মহাজন, ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার অ্যাডভোকেট মো. রফিকুল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজল, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবুল, জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মানবাধিকার কর্মী আব্দুর রহমান এবং উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন।

কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, মসজিদের ইমাম, শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ঢাকা আহসানিয়া মিশনের আশ্বাস প্রকল্প কর্মশালাটি সহায়তা করেন।

কর্মশালায় বলা হয়, মানবপাচার প্রতিরোধ করতে হলে এ সংক্রান্ত আইনের কঠোর বাস্তবায়ন করতে হবে। এছাড়া এ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামোর মূল কাজ হবে মানবপাচারের শিকার ব্যক্তির নারী ও পুরুষের যথাযথ সেবা প্রদানসহ সেবা প্রদানকারী সংস্থাসমূহের মধ্যে একটি সমন্বয় কাঠামো তৈরি করা। এ জাতীয় তদারকির দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অধীন গঠিত ‘মানব পাচার দমন সংস্থা’।

সভায় বক্তাগণ বলেন, মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার করে তাকে ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তার মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার পদক্ষেপসমূহ নিয়ে একই ছাতার নিচে সেবার ব্যবস্থা করতে হবে।

মেসেঞ্জার/শাহজাহান/তুষার