ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে মৌসুমী ফসল উৎপাদনের ওপর অবহিতকরণ প্রশিক্ষণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৬:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে মৌসুমী ফসল উৎপাদনের ওপর অবহিতকরণ প্রশিক্ষণ

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে সুফলভোগী সদস্যদের আয়বর্ধনমূলক কার্যক্রম ব্যবস্থাপনা ও উদ্ধুদ্ধকরণের আওতায় মৌসুমী ফসল উৎপাদনের ওপর দু'দিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শেষ হয়েছে।

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউণ্ডেশন (এসএফডিএফ) এর আয়োজনে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ কার্যালয়ে এই প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএফডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার লোধ। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। কোর্স পরিচালক ছিলেন এসএফডিএফ এর উপজেলা ব্যবস্থাপক উৎপল চাকমা।

আরো উপস্থিত ছিলেন এসএফডিএফ এর ফিল্ড অফিসার মির্জা সায়েম হোসাইন ও ফিল্ড অফিসার মো. নয়ন।

প্রশিক্ষণে উপজেলার ২০ জন কৃষাণী ও ৫ জন কৃষকসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

মেসেঞ্জার/তুষার