ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

১৬ বছর পর ফরিদপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

১৬ বছর পর ফরিদপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : মেসেঞ্জার

দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০ টায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

ছাত্র শিবিরের ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মো. ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ভাঙ্গা রাস্তার মোড় থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ফরিদপুর পৌর শাখার সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক তাসনিম আলম, রাজেন্দ্র কলেজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার সভাপতি ফাহিম বিশ্বাস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইয়াসিন কলেজ শাখার সভাপতি সোহানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জেলা সভাপতি ওবায়দুল্লাহ ও পৌর সভাপতি আকমল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা জানান, সর্বশেষ ২০০৯ সালে ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারলেও দীর্ঘ ১৬ বছর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা ২৩৪ জন সদস্যকে হারিয়েছি এবং অসংখ্য গুম হয়েছে।

ছাত্রশিবির একটি আদর্শ সংগঠন, এই সংগঠনের সদস্যগণ সৎ ও ন্যায়পরায়ণ। যারা বর্তমানে রাজনীতি করতে গিয়ে এই ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্নভাবে বাজে মন্তব্য ও ট্যাগ লাগিয়ে রাজনীতি করতে চান তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই ইসলামী ছাত্রশিবির অতীতেও ছিল এবং থাকবে।

পরবর্তীতে যে সকল সদস্যগণ এখনো বন্দি অবস্থায় রয়েছেন তাদের নিঃশর্ত মুক্তি চেয়ে সংক্ষিপ্ত সমাবেশ সমাপ্ত করা হয়।

মেসেঞ্জার/নাজিম/তুষার