ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

ভেঙে দেওয়া হলো উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও ৭১ এর ঘৃণাস্তম্ভ

দেওয়ান সবুজ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ভেঙে দেওয়া হলো উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও ৭১ এর ঘৃণাস্তম্ভ

ছবি : মেসেঞ্জার

মধ্যরাতে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। এছাড়া ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ মোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধীদের জন্য নির্মিত ‘ঘৃণাস্তম্ভ’ ভেঙে গুঁড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের পর থেকে এসব ঘটনা ঘটে।

তবে ঘটনার সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের কাউকে এসব ঘটনার সময় দেখা যায়নি বা বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এসব স্থাপনা ভাঙার সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ছাড়াও সাধারণ মানুষ তা সরাসরি ফেসবুকে প্রচার করলেও পুলিশ বলছে পাবনা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর আছে। আমরা এরকম (ভাঙচুর) কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেব।’

মেসেঞ্জার/তুষার