ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল অর্ধ-শত যাত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল অর্ধ-শত যাত্রী

ছবি : মেসেঞ্জার

ঝিনাইদহের শৈলকুপায় চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসে থাকা অর্ধ-শত যাত্রী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে খুলনা থেকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাচ্ছিলো। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌছালে বাসটির সাইলেন্সর পাইপ অংশ থেকে আগুন ধরে যায়। বাস থেকে দ্রুত যাত্রীরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় রক্ষা পায় তারা। মুহুর্তের মধ্যে দাউ-দাউ করে জ্বলতে থাকে যাত্রীবাহী বাসটি। পরে খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।