ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন ডিসি

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৭:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন ডিসি

ছবি : মেসেঞ্জার

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেনাজ ফেরদৌস, কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন মাসুদ।

প্রসঙ্গত, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রীড়ায় ৭টি ইভেন্ট ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও যেমন খুশি সাজো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

মেসেঞ্জার/তুষার