![সাতক্ষীরায় শেখ মুজিবের একাধিক ম্যুরালে গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা সাতক্ষীরায় শেখ মুজিবের একাধিক ম্যুরালে গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/96-2502061515.jpg)
ছবি : মেসেঞ্জার
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শেখ মুজিবুর রহমানের একাধিক ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
আওয়ামী লীগের ফেইসবুক পেইজে ছাত্রলীগের উদ্দেশ্যে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার ঘোষণার জেরে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে ছাত্র জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে হাতুড়ি দিয়ে উক্ত ভাস্কর্য ভাঙচুর করা হয়। এছাড়া জেলার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরেও শেখ মুজিবের ভাস্কর্য বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা।
একইভাবে, বুধবার রাতে শহরের খুলনা রোড মোড়, জেলা পরিষদ ও সিটি কলেজ সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
বিক্ষোভকারীরা প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এরপর তারা আওয়ামী লীগের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের পূর্বের ধ্বংসাবশেষ ভেঙে ফেলে। এর আগে গত ৫ আগস্ট ভাস্কর্যটি ভাঙচুরের শিকার হয়েছিল, যার অবশিষ্ট অংশগুলো এবার বিক্ষোভকারীরা সম্পূর্ণভাবে অপসারণ করে।
এছাড়াও জেলা পরিষদ ফটক এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরের ম্যুরালের অবশিষ্ট ধ্বংসাবশেষও বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভেঙে ফেলে।
এসময় বিক্ষোভকারীরা ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেয়।
জুলাই বিপ্লবের সাতক্ষীরার ছাত্রনেতা আল ইমরান জানান, যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলো তারাই সাতক্ষীরায় স্বৈরাচারের দোসর শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোন চিহ্ন রাখবে না।
তিনি আরো বলেন, সাতক্ষীরার মাটিতে কোন ফ্যাসিস্ট সরকারের মূর্তি থাকবে না। যেখানেই স্বৈরাচারের চিহ্ন থাকবে সেখানেই ভেঙে গুড়িয়ে দেয়া হবে।
মেসেঞ্জার/আসাদুজ্জামান/তুষার