ঢাকা,  শুক্রবার
০৭ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রজনতা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রজনতা

ছবি : মেসেঞ্জার

ঠাকুরগাঁও সদর উপজেলার ডাকবাংলো চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মুরাল ভাঙতে শুরু করে। এ ঘটনার পর তারা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধুর অন্যান্য ভাস্কর্য ও মুরাল ভেঙে ফেলার আহ্বান জানায়।

জানা গেছে, গত আগস্ট থেকে ডাকবাংলো চত্বরে সেনাবাহিনীর অবস্থানের কারণে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ডাকবাংলোর সামনে অবস্থান নেয়।

এ সময় সেনাবাহিনী ও ছাত্র-জনতার মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা বিরাজ করে। পরে সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে তিনজন করে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। এরপরই তারা বঙ্গবন্ধুর মুরাল ভাঙতে শুরু করে। এছাড়াও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায় মুরাল ভেঙে দেয়।

মেসেঞ্জার/আরিফ/তুষার