ঢাকা,  শুক্রবার
০৭ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

যশোরে গানের তালে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

যশোরে গানের তালে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

ছবি : সংগৃহীত

যশোর শহরের বকুল তলায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু করা ভাঙচুর কার্যক্রম চলে রাত ৮ টা পর্যন্ত। বিক্ষুব্ধরা গানের তালে ম্যুরালটি ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। তারপরও খুনি হাসিনা প্রকাশ্যে ভাষণ দেওয়ার দুঃসাহস কিভাবে দেখায়। বাংলার মাটি থেকে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া শেকড় উপড়ে ফেলা হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪ টার দিকে ছাত্র-জনতা হাতুড়ি-শাবল ও একটি এস্কেভেটর মেশিন নিয়ে শেখ মুজিবের ম্যুরালটি ভাঙচুর করে। এসময় তারা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মেসেঞ্জার/বিল্লাল/তারেক