ঢাকা,  শুক্রবার
০৭ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় আওয়ামী লীগ, জাসদ ও জাপা অফিস ভাংচুর করে আগুন

বগুড়া ব্যূরো

প্রকাশিত: ১১:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ায় আওয়ামী লীগ, জাসদ ও জাপা অফিস ভাংচুর করে আগুন

ছবি : মেসেঞ্জার

বগুড়া জেলা আওয়ামী লীগ ও জেলা জাসদ, জাতীপার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরের পর  আগুন দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র- জনতা। এছাড়াও বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ফলক ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এসব চলমান থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যদের ঘটনাস্থলের আশেপাশে দেখা যায়নি।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে। তারা ১২ তলা ভবনের নীচতলায় শেখ হাসিনার নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে। রাত ৮ টার দিকে স্টেশন রোড, নবাববাড়ি সড়ক দিয়ে দুই শতাধিক ছাত্র- জনতা 'দিল্লি না ঢাকা' 'ঢাকা- ঢাকা' 'ভুয়া ভুয়া' শ্লোগান দিয়ে শহরের সাতমথা  সংলগ্ন টেম্পল রোডে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

এরপর বিক্ষুদ্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ অফিস সংলগ্ন জেলা জাসদ কার্যালয় ভাংচুর করে। পরে তারা অফিসের ভিতর থেকে আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়। এরপর কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয়পার্টির কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভাংচুর করে আসবাবপত্র বের করে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়। রাত ৯ টা পর্যন্ত জেলা আওয়ামী লীগ অফিস ও জাসদ অফিসের সামনে বিক্ষুদ্ধ ছাত্র জনতা অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিচ্ছে।

তারা জানিয়েছেন, বোল্ড রেজার রাস্তায় চলে আসতেছে। ওটা আসলে এসব অফিস ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সাথে সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

মেসেঞ্জার/আলমগীর/তারেক