ঢাকা,  শুক্রবার
০৭ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

পাইকগাছায় খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

পাইকগাছায় খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

ছবি : মেসেঞ্জার

খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাংগা মৌজায় সরকারি খাস জমি উদ্ধারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

জানা গেছে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাংগা আবাসন প্রকল্পে জনৈক আবু তালেবের সরকারী কবুলিয়াতকৃত আবাসন প্রকল্পে ঘরটি জোরপূর্বক দখল করে রেখেছিল মোখলেছ ও আনিছ গং।

একই সঙ্গে তারা ১৬৪/১ ও ১৬৫/১ দাগের সরকারি খাস জমিও অবৈধভাবে দখল করে নেয়। এ নিয়ে ক্ষতিগ্রস্ত আবু তালেব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অধিকতর তদন্ত শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) (২০ জানুয়ারি) ৮৪ নম্বর স্মারকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ভুক্তভোগি আবু তালেব কে ঘর বুঝে দিয়ে মোকলেস ও আনিছ গংদের অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধারের নির্দেশ দেন এবং অনুলিপি লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠান।

এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমির নির্দেশ অনুসারে, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রহল্লাদ রায় (৫ ফেব্রুয়ারি) গড়েরডাংগা মৌজায় উপস্থিত হয়ে অবৈধভাবে দখল করা আবাসনের ঘরটি উদ্ধার করে আবু তালেব কে ঘরটি বুঝে দেন।

পাশাপাশি তিনি সরকারি সার্ভেয়ারের সহযোগিতায় ১৬৪/১ ও ১৬৫/১ দাগের ১ একর খাস জমি জরিপ করে সীমানা নির্ধারণ করে লাল ফ্ল্যাগ টানিয়ে দেন। কিন্তু জমি উদ্ধারের পরপরই দখলকারী মোখলেছ ও আনিছ গংরা তাদের সঙ্গীয় লোকজন মিলে অতর্কিতভাবে স্হানীয় আব্দুর রহিম, আব্দুর রহমান, জয়নুল আবেদীন ও ইব্রাহিমের ওপর হামলা চালায়।

এতে তারা গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে আহত জয়নুল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে মোখলেছ ও আনিছ সহ ৭জনের নাম উল্লেখ করে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। পাইকগাছা থানার ওসি শবজেল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেসেঞ্জার/তারেক