![পাঁচবিবিতে ভাঙা হলো শেখ মুজিবের দুটি ম্যুরাল পাঁচবিবিতে ভাঙা হলো শেখ মুজিবের দুটি ম্যুরাল](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/25-2502071002.jpg)
ছবি : মেসেঞ্জার
জয়পুরহাটের পাঁচবিবিতে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে সেখানে জাতীয় চার নেতা ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল অক্ষত রয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে পাঁচবিবি পৌর শহরের পাঁচ মাথা চত্বর ও বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত শেখ মুজিবের ম্যুরাল দুটি ভেঙে ফেলা হয়।
২০২৪ সালের (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ মুজিবের দুটি ম্যুরালের বেশ কিছু অংশ ভেঙে বিকৃত করে দেওয়া হয়েছিল। তবে ম্যুরালের মূল অবকাঠামো ছিল। বৃহস্পতিবার সেই মূল অবকাঠামো ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা বৃহস্পতিবার সন্ধ্যার সময় পাঁচবিবি পৌর শহরের পাঁচ মাথা এলাকায় একটি এক্সকেভেটর (ভেকু মেশিন) আনেন। পাঁচ মাথা চত্বরের পশ্চিম পার্শ্বে একটি শাপলা ফুল, জাতীয় চার নেতা, শেখ মুজিবুর রহমান ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল রয়েছে। এসব ম্যুরালের মধ্যে শেখ মুজিবের ম্যুরালটির কিছু অংশ ভেঙে বিকৃত করে দেওয়া ছিল। আর অন্যগুলো ঠিক ছিল। এক্সকেভেটর সেখানে নিয়ে শুধু শেখ মুজিবের ম্যুরালের মূল অবকাঠামো ভেঙে ফেলে দেওয়া হয়। তবে জাতীয় চার নেতা ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল অক্ষত রয়েছে।
এ সময় ছাত্র-জনতাকে ‘মুজিব বাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হই হই রই রই, শেখ হাসিনা গেল কই’, ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। পাঁচ মাথা চত্বরের শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলার পর বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক্সকেভেটর নিয়ে আসা হয়। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকা শেখ মুজিবের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়।
মেসেঞ্জার/রমি/তারেক