![লোহাগাড়ায় স্কুল ছাত্র হত্যায় ৬ জনকে আসামী করে মামলা, আটক ১ লোহাগাড়ায় স্কুল ছাত্র হত্যায় ৬ জনকে আসামী করে মামলা, আটক ১](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/Mumin-2502071334.jpg)
ছবি : নিহত মুমিন
চট্টগ্রামের লোহাগাড়ায় ছুরিকাঘাতে মুমিনুল ইসলাম মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনকে এজাহারভুক্ত ও ৫–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম শহর এলাকা থেকে হত্যা মামলায় এজাহার নামীয় ৩নং আসামি শাকিল (২৫) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। আটক শাকিল উপজেলার পুটিবিলা ইউনিয়নের মধ্য তাঁতী পাড়া আবদু রশিদের পুত্র।
দক্ষিণ পুটিবিলা নালারকুল এলাকার মৃত মোজাম্মেল হকের স্ত্রী, নিহত স্কুল ছাত্র মুমিনের মা খোরশিদা বেগম বাদী হয়ে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্য তাঁতীপাড়ার হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ (২২), শাকিব (১৮), শাকিল (২৫), নাইমুদ্দিন (১৯), শওকত (২৫) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিএম সিকদার পাড়ার হারুন (২১) কে আসামী এবং ৫–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে লোহাগাড়া থানায় বৃহস্পতিবার হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পুটিবিলা ইউনিয়নের মধ্য তাঁতীপাড়াস্থ জামে মসজিদের মাহফিলে ভাসমান দোকানের ছবি ধারণ নিজ মোবাইলে করেন মুমিন। এই সময় আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ ও শাকিব উস্কানিমূলক কথাবার্তা বলে। পরবর্তীতে আসামিরা মুমিন ও তার বন্ধু মুকিতকে মারধর করে। সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় নুরুল আলম নামে এক ব্যক্তি উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসা করে দেন। রাত ৮টার দিকে মুমিনকে ঘটনাস্থলে একা পেয়ে আসামি হেলাল উদ্দিন প্রকাশ রিয়াদ হত্যার উদ্দেশ্যে বুকে ছুরিকাঘাত করে। পরে অন্য আসামিরা তার মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত মারধর করতে থাকে। এই সময় মুমিনকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে আসামিরা বন্ধু মুকিতকেও হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ছুরিকাঘাত করে। আশপাশের লোকজনের শোরচিৎকারে মাহফিলের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত পালিয়ে যায়।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী মুমিনুল ইসলাম মুমিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্র–ছাত্রীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, স্কুলছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহার নামীয় ৩নং আসামি শাকিল (২৫) কে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মেসেঞ্জার/রায়হান/এসকে/ইএইচএম