ঢাকা,  শনিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

লোহাগাড়ায় শ্রমিকদলের ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫

লোহাগাড়ায় শ্রমিকদলের ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিদ দল লোহাগাড়া উপজেলা শাখার আওতাধীন পুটিবিলা ইউনিয়ন ব্যতিত বাকি ৮ ইউনিয়নের কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত ইউনিয়নের শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পদুয়া বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খাঁন তরুণের সিদ্ধান্ত মোতাবেক ও লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের কার্যকরী কমিটির মতামতের ভিত্তিতে উপজেলার পুটিবিলা ইউনিয়ন ব্যাতিত অন্য সকল ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি শুক্রবার থেকে বিলুপ্ত করা হইল। অতি শীঘ্রই তৃনমুল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক কোম্পানি, সিনিয়র সহ-সভাপতি বেলাল কোম্পানি, সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, সহ-সভাপতি মুহাম্মদ আলম, সহ-সভাপতি মো. ফিরোজ, দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক ফৌজুল কবির, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জমির উদ্দিন, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক আবদুল মান্নান, সদস্য সচিব মুহাম্মদ মুছা, উপজেলা শ্রমিক নেতা নুরুল কবির কোম্পানি, সদর ইউনিয়ন শ্রমিক দলের সংগঠক নাছির উদ্দিনসহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন। 

মেসেঞ্জার/রায়হান/এসকে/ইএইচএম