![দেশকে রক্ষা এবং নতুনভাবে সাজাতে ছাত্রশিবিরকে ভূমিকা রাখতে হবে: শাহজাহান চৌধুরী দেশকে রক্ষা এবং নতুনভাবে সাজাতে ছাত্রশিবিরকে ভূমিকা রাখতে হবে: শাহজাহান চৌধুরী](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/Shahjahan-2502071435.jpg)
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ছাত্রশিবিরের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের জুলুমের অবসানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে রক্ষা এবং নতুনভাবে সাজানোর ক্ষেত্রে ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে জেলার সকল ছাত্রের নিকট সংগঠনের দাওয়াত পৌঁছানোই অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলার শহীদ জাহাঙ্গীর আলম সবুজ মিলনায়তনে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ডি. এম আসহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংগঠনের দৃষ্টিভঙ্গি, কর্মপরিকল্পনা ও করণীয় বিষয় নিয়ে পর্যালোচনামূলক থানা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের সাবেক সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জনশক্তিদের যথাযথ প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও দক্ষ সংগঠক হিসেবে গড়ে তোলার জন্য থানা দায়িত্বশীল ভাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে মান সংরক্ষণ করে সর্বোচ্চ মানোন্নয়নের দিকে দায়িত্বশীলদের অবশ্যই গুরুত্ব দেওয়ার ব্যাপারে তিনি আহবান জানান।
সভাপতির বক্তব্যে আসিফুল্লাহ মুহাম্মদ আরমান বলেন, ২০২৫ সেশনে জেলা সংগঠনের গৃহীত পরিকল্পনা থানা দায়িত্বশীলসহ সকল স্তরের জনশক্তিরা ভালোভাবে বুঝে নিয়ে সে অনুযায়ী ময়দান পরিচালনা করতে পারলে আমাদের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। এক্ষেত্রে তিনি থানা দায়িত্বশীল সহ সকল স্তরের জনশক্তিদের উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষাংশে ২০২৪ সেশনে থানা শাখার সামগ্রিক কার্যক্রম বিবেচনা করে ৫টি থানা শাখাকে জেলার পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।
মেসেঞ্জার/বাবর/এসকে/ইএইচএম