ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মোংলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

মোংলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

ছবি : মেসেঞ্জার

মোংলার চাপড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জমির মালিকসহ দুইজন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানা ও নৌ-কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জমির মালিক। 

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলা সোনাইলতলা ইউনিয়নের চামড়া এলাকার বাসিন্দা শেখ নাজিম উদ্দীন শেখ দীর্ঘদিন ধরে তার নিজ ৪৪ বিঘা জমিতে চিংড়ি মাছের চাষ করে আসছিলেন। শুক্রবার তার ওই ঘেরের জমিতে ঘেরা-বেড়া দিতে গেলে প্রতিপক্ষ অহিদ সরদারের (৪৭) নেতৃত্বে ২৪/২৫জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জমির মালিকের উপর অতর্কিত হামলা চালান। 

এ সময় তাদের মারপিটে জমির মালিক শেখ নাজিম উদ্দীন ও তার ঘেরের কর্মচারী আজিজুল শেখ (২৪) রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে এ ঘটনায় শুক্রবার রাতে জমির মালিক হামলাকারীদের বিরুদ্ধে থানায় ও নৌ কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

আহত জমির মালিক শেখ নাজিম উদ্দীন বলেন, আমার জমি জবরদখল করতে এসে অহিদ সরদার গং আমাকে আর আমার কর্মচারীকে বেদম মাটপিট করে আহত করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় অহিদ গং রাতে আমার বাড়ীর সামনে এসে পুনরায় হুমকিধামকি ও ভয়ভীতি দেখিয়ে গেছেন। আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। আশা করবে প্রশাসন এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নিবেন। 

এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অবশ্যই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মেসেঞ্জার/হাসান/তারেক