ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মাঘের শেষে মৃদ্যু শৈত্য প্রাবাহ, শীত জেঁকে দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

মাঘের শেষে মৃদ্যু শৈত্য প্রাবাহ, শীত জেঁকে দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়

ছবি : মেসেঞ্জার

মৃদু শৈত্য প্রবাহে মাঘের শেষে শীতে কাঁপছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। উত্তরের হিমেল হাওয়ায় হাঁড় কাঁপানো শীত। দু' দিনে তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। এতে শীতের তীব্রতা বেড়েছে। সকালে তীব্র শীতে কাজে বের হতে কষ্ট হচ্ছে খেটে খাওয়া মানুষের। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার উপর দিয়ে।

এর আগে সকাল ৬ টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। হিমেল হাওয়ায় কন কনে শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিচ্ছে। হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভুত হচ্ছে।

পল্লী চিকিৎসক মিজানুর রহমান জানান, মাঘে শীত তেমন ছিলনা। দুদিন কনকনে শীত। সকালে বের হতে দেরী হচ্ছে। রোগীরা বসে আছে তাই সকাল বেলায় বের হচ্ছি। শীতে কষ্টে হচ্ছে। কাঠ ব্যবসায়ী জামাত আলী বলেন, গাছ কেটে মিলে নিতে হবে। সকাল বেলা শীতে কাবু হওয়ার দশা। কাজ শুরু করতে বেলা হয়ে যাচ্ছে। তবে সকাল বেলায় রোদ আছে। একটু ভাল লাগছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, শনিবার থেকে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে। আগামী দু' দিন তাপমাত্রার পারদ আরো কমতে পারে। তবে দিনে রোদ থাকবে। রাতে শীত অনুভুত হবে।

মেসেঞ্জার/লিটন/তারেক