ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জনদুর্ভোগ নিরসনে অকেজো কাঠের সাঁকো মেরামত করেছে বালুসিঁড়ি ফাউন্ডেশন

শাকিল আহম্মেদ, ফুলছড়ি (গাইবান্ধা)

প্রকাশিত: ১৭:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

জনদুর্ভোগ নিরসনে অকেজো কাঠের সাঁকো মেরামত করেছে বালুসিঁড়ি ফাউন্ডেশন

ছবি : মেসেঞ্জার

নদীবেষ্টিত ফুলছড়ির চরাঞ্চল। প্রত্যন্ত এসব চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা একেবারেই নরবড়ে, পাকা রাস্তা, ব্রিজ-কালভার্ট অতি নগণ্য। চরাঞ্চলের উন্নত যোগাযোগ ব্যবস্থায় পদক্ষেপহীন স্থানীয় প্রশাসন। ধূলোমাখা কাঁচা রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত এই অঞ্চলের মানুষের।

ফুলছড়ি উপজেলার পেপুলিয়া খেয়াঘাটের সঙ্গে কয়েকটি গ্রামের হাজার-হাজার মানুষের যোগাযোগের মাধ্যম কাঠের একটি সাঁকো। দীর্ঘদিন থেকেই যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে আছে সাঁকোটি। খেয়া পার হয়ে এই পথেই বাড়ি ফিরে আশেপাশের কয়েকটি গ্রামের হাজার-হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীরা। কিন্তু কাঠের সাঁকোটি অকেজো হয়ে পড়ায় সবাইকে গন্তব্যস্থলে পৌঁছাতে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে ভোগান্তির। এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধিদের।

জনদুর্ভোগ নিরসনে স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন বালুসিঁড়ি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত শুক্রবার ৭ ফেব্রুয়াির সংগঠনের নিজ অর্থায়নে যাতায়াতের অনুপযোগী কাঠের সাঁকোটি ও আশপাশের রাস্তা মেরামত করে হাজারো খেয়া পাড়ের মানুষ, ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী ও স্থানীয় মোটরসাইকেল চালকদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে দূর করেছেন। এতে খুশি স্থানীয় পথচারীরা।

স্থানীয় পথচারী শাহাজান আলী (৫০) বলেন, দীর্ঘদিন থেকে কাঠের এই ব্রিজ ভেঙে আছে, মেম্বার-চেয়ারম্যানরা এসব মেরামত কাজে নজর দেন না। সাইকেল নিয়ে যেতে ভয় লাগে, কখন যে আবার নিচে পড়ে যাই। আজকে বালুসিঁড়ি ফাউন্ডেশন এই ব্রিজটি মেরামত করেছে এতে আমরা অনেক খুশি।

এ মেরামত কাজে উপস্থিত ছিলেন বালুসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আকবার হোসেন আসিফ, সাধারণ-সম্পাদক ইইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ
আতিকুর রহমান আতিক, সদস্য আমিনুল ইসলাম নাজিম, মুকুল হোসেন ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা৷

বালুসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জি. আকবার হোসেন আসিফ বলেন, ‘আমাদের সংগঠনের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে কাজটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এই সংস্কার স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনে একটি নতুন আলো এনে দিয়েছে, যেখানে নিরাপদ ও সুগম যাতায়াতের মাধ্যমে তাদের জীবনযাত্রার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।’

বালুসিঁড়ি ফাউন্ডেশনের এই পদক্ষেপ সমাজে একটি অনুকরণীয় উদাহরণ এবং মহৎ কাজ বলে বিবেচনা করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বালুসিঁড়ি ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়।

মেসেঞ্জার/তুষার