ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সেন্টমার্টিনে ইউপি চেয়ারম্যান ইয়াবাসহ আটক 

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

সেন্টমার্টিনে ইউপি চেয়ারম্যান ইয়াবাসহ আটক 

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাত পৌনে চারটার দিকে তাকে দ্বীপের পশ্চিম পাড়া নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় বাড়ি তল্লাশি করে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, এমন তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, কোস্টগার্ডের কাছে গোয়েন্দা তথ্য ছিল সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ মাদক পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিনের একটি বিশেষ দল পশ্চিম পাড়াস্থ বাড়িতে অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ডের উপস্থিতি দেখে চেয়ারম্যান মুজিব পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময়  আটক হন। পরে বাড়ি তল্লাশি করে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা আরো বলেন, আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মেসেঞ্জার/আলফাজ/তুষার