![ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আড়াইশো’ নেতা-কর্মী গ্রেপ্তার ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আড়াইশো’ নেতা-কর্মী গ্রেপ্তার](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/32-2502081417.jpg)
ছবি : সংগৃহীত
চট্টগ্রামে আওয়ামী লীগসহ দলটির অঙ্গসংগঠনের আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি মাসে এ নিয়ে আড়াইশোর বেশি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (পিআর) মাহমুদা বেগম।
গ্রেপ্তাররা হলেন— মো. রাসু (১৯), মো. সৌরভ (২০), মো. জোবায়ের হোসেন রানা (২০), মো. সিফাইতুল্লাহ আজম ওয়াছি (১৭), মো. আরাফাত রহমান (২৪), মো. ইসমাইল (৫৮), তন্ময় সেন ওরফে শিবু, মো. এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), মো. দিলু মিয়া ওরফে দেলোয়ার (৩৫), রাজিবুর রহমান রুবেল (৩৭), রেখা আলম চৌধুরী (৫০), মো. কামরান উদ্দিন (৩৬), মো. হানিফ (৩৫), মো. কায়েস (২২), মো. আরিফ হোসেন (২১), গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪), মো. সোহেল (৪৮) এবং রাসেল আহমেদ (৩৮)।
সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (পিআর) মাহমুদা বেগম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা দায়ের করা মামলাসহ সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।
এর আগে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন থানা এলাকা থেকে ২৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মেসেঞ্জার/সাখাওয়াত/তুষার