ঢাকা,  রোববার
০৯ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

নেত্রকোনায় ৩ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

নেত্রকোনায় ৩ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

ছবি : মেসেঞ্জার

নেত্রকোনায় ৩ হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এ লক্ষ্যে শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। এ ক্যাম্পের মাধ্যমে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ মো. জাকির হোসেন, ট্রাস্টি বোর্ডের নির্বাহী সদস্য শরিফুজ্জামান, চক্ষু চিকিৎসক রফিকুল ইসলাম, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা এম এ জিন্নাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সাত্তার, সদস্য সচিব আনোয়ার খলিফা প্রমুখ।

চিকিৎসা নিতে আসা উপজেলার বিরিশিরি এলাকার বাসিন্দা বৃদ্ধ রমিজ মিয়া বলেন, ডাক্তার বলেছে, আমার চোখে ছানি পড়েছে, অপারেশন করাতে হবে। আগামী সোমবার তাদের খরচে ময়মনসিংহে ডাক্তার কে জামান হাসপাতালে নিয়ে অপারেশন করাবে।

এদিকে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ প্রথমবারের মতো এমন সেবা পেয়ে বেশ উচ্ছ্বসিত। এই ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করায় স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসী আনন্দ প্রকাশ করে বলেছেন ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে তারা অনেক বেশি উপকৃত হবেন।

চক্ষু শিবির উদ্বোধনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাজিব মিয়াকে সহযোগিতা করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে একটি অটোরিকশা উপহার দেয়া হয়েছে। এছাড়া তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তিনি। রাজিব মিয়া বলেন, এই সহযোগিতা তার জীবনকে অনেক সহজ করে দিয়েছে।

হতদরিদ্র মানুষের জন্য এমন মানবিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে  জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। তাই জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্ব্যসেবা পৌছে দিচ্ছি। আমি আমার নিজ এলাকার হতদরিদ্র ও অসহায় লোকজনের সেবায় নিয়োজিত আছি এবং থাকব।

মেসেঞ্জার/জিয়াউর/তুষার

আরো পড়ুন