ঢাকা,  রোববার
০৯ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন 

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন 

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পরিদর্শনে এসে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এই সময় হাসপাতালের পরিষ্কার–পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এম আবদুল্লাহ আল মামুন।  এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী দিক নিদের্শনা প্রদান করেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কে.এম আবদুল্লাহ আল নোমান'র দক্ষ ও গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

মেসেঞ্জার/রায়হান/এসকে/ইএইচএম

আরো পড়ুন