ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প

ছবি: মেসেঞ্জার

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার সার্বিক তত্ত্বাবধানে ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক আয়োজিত এবং সাইটসেভার্স এর সহযোগিতায় জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ‘বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প’ এর আয়োজন করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলের মালা কেটে শুভ উদ্বোধন পূর্বক সেবাপ্রার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন আহমেদ মাহবুব-উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে। চিকিৎসা সেবাপ্রত্যাশীদের জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে সেগুলোর গুণগতমান দর্শন পূর্বক জেলা প্রশাসক নিজেও চক্ষু পরীক্ষা করান।

মেসেঞ্জার/লিটন/তুষার