ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পুরাতন বাস্তপুর গ্রামে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দু'যুবক নিহত হয়েছে।

নিহতরা হলো, পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসা সংলগ্ন আদরের কামারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ ও সেলিম উদ্দিনের ছেলে সুইট মোটরসাইকেল যোগে রঘুনাথপুর থেকে বাস্তপুরের দিকে যাওয়ার সময় কামারের দোকানের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে দুইজন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় লোকজন  ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দু’জনের লাশ মর্গে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/লিটন/তুষার