ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

দোয়ারাবাজারে প্রবাসীর ঘর নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫

দোয়ারাবাজারে প্রবাসীর ঘর নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক ওমান প্রবাসীর ঘর নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রনভূমি গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী সুরুজ আলীর ক্রয়সূত্রে মালিকানা জায়গায় বসতঘর নির্মাণ করতে গেলে শুরু থেকেই বাঁধা বিপত্তি দিয়ে আসছে একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের আব্দুল করিম ও তাঁর পরিবারের লোকজন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা মোকাদ্দমা চলে আসছে। রবিবার সকালে প্রবাসী সুরুজ আলীর বসতভিটায় মাটি ভরাট করতে গেলে প্রতিপক্ষের লোকজন পুনরায় বাঁধা নিষেধ করে এবং প্রবাসীর বাড়িতে এসে দলবদ্ধভাবে হট্টগোল সৃষ্টি করে। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনো সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

প্রবাসীর স্ত্রী আলপিনা বেগম বলেন, ‘প্রতিপক্ষের লোকজন অন্য গ্রামের মানুষ। তাঁরা শুরু থেকেই আমাদের বসতঘর নির্মাণ কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবি করে আসছে। আমরা এর প্রতিকার চেয়ে স্থানীয় বিচার সালিশীসহ আদালতের দারস্থ হয়েছি। কিন্তু তাঁরা কোনো কিছুই তোয়াক্কা করছেন না। আজকে মাটি কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে মার দাঙ্গা করার উদ্দেশ্যে আমাদের বাড়ির সীমানায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মাটি ভরাট কাজে বাঁধা দেয়। আমরা তাঁদের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।’

অপর পক্ষের আছমা বেগম বলেছেন, আমার পৈতৃক সম্পত্তি জবরদখল করে প্রবাসী সুরুজ আলী বসতঘর নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলে আসছে। তারা আমাদের জমি জবরদখল করে এখন পাল্টা আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে।

মেসেঞ্জার/আশিস/তুষার