ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

তিতাসে বসতঘর আগুনে পুড়ে ছাই : নগদ অর্থসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ

মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর, কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫২, ৯ ফেব্রুয়ারি ২০২৫

তিতাসে বসতঘর আগুনে পুড়ে ছাই : নগদ অর্থসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ

ছবি : মেসেঞ্জার

কুমিল্লার তিতাসে বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নগদ অর্থ ও স্বর্ণ-অলংকারসহ ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১৫ (পনেরো লাখ) টাকা।

ঘটনাটি ঘটেছে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ঃ৩০ মিনিটে বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের হেলেন মিয়ার বাড়িতে। পূর্বশত্রুতার জেরে আগুন লাগাতে পারে এমনটি ধারণা করছেন ভুক্তভোগী পরিবার।

বাড়ির মালিক হেলেন মিয়া জানান, আমি বাজারে ছিলাম। আগুন লাগার খবর পেয়ে বাজার থেকে এসে দেখি আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। আমার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য কিস্তি থেকে টাকা তুলেছিলাম। পাসপোর্ট নগদ পাঁচ লক্ষ টাকা এবং সাড়ে চার ভরি স্বর্ণসহ দু'চালা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি নিঃস্ব। কীভাবে ছেলেকে বিদেশে পাঠাবো আর কীভাবে ঘর দিবো।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু এর আগেই পুড়ে সব শেষ হয়ে যায়।

এসময় খবর পেয়ে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলন যোদ্ধ আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে  সহায়তার আশ্বাস দেন।

মেসেঞ্জার/তুষার