ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চকরিয়ায় প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করলেন সালাহ উদ্দিন আহমেদ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

চকরিয়ায় প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করলেন সালাহ উদ্দিন আহমেদ

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন হাত পা বিহীন মানুষের মাঝে সহায়ক উপকরণ ও ১০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ভরামুহুরী ৪নং ওয়ার্ডস্থ এসএআরপিভি (সার্ভ) এর সার্বিক তত্ত্বাবধানে এ উপকরণ প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য সালাহউদ্দিন আহমেদ এই উদ্যোগের জন্য সার্ভকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সার্ভের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভের আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার এবং সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ অনেকেই।

মেসেঞ্জার/তুষার