ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কিশোরগঞ্জে নদী-হাওড়, খাল-বিল ও জলাশয় রক্ষায় গণশুনানী অনুষ্ঠিত

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ)

প্রকাশিত: ২১:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে নদী-হাওড়, খাল-বিল ও জলাশয় রক্ষায় গণশুনানী অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

কিশোরগঞ্জে নদী-হাওড়, খাল-বিল এবং জলাশয় রক্ষায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে প্রধান প্রকৌশলীর অফিস রুমে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

গণশুনানীতে কিশোরগঞ্জের সকল নদীর গতিপথ ফিরিয়ে আনার প্রস্তাবনা দেন পরিবেশবিদরা। এছাড়াও খাল-বিল এবং জলাশয় রক্ষার প্রস্তাবনা দেওয়া হয়। শুনানীতে কৃষক, সাংবাদিক এবং বিভিন্ন পরিবেশবাদীসহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

জেলার নদ-নদী, খাল-বিল এবং হাওরের জীববৈচিত্রের পরিবেশ তুলে ধরাসহ নদী হত্যা না করে বালু উত্তোলন এবং নদীর গতিপথ ফিরিয়ে আনার জন্য প্রস্তাবনা তুলে ধরেন পরিবেশবিদসহ কৃষকরা।

শুনানিতে কৃষক, জেলে নদীর তীরবর্তী বাসিন্দাসহ সংশ্লিষ্ট কৃষি, মৎস্য, স্থানীয় সরকার প্রকৌশল, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুনানী গ্রহণকারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, "আমরা সবার কাছ থেকে প্রস্তাবনা নিয়েছি। বিভিন্ন নদ-নদী, খাল-বিলসহ আন্তঃসীমান্ত নদীগুলোর প্রবাহ ঠিক করতে খননের ব্যবস্থা করা হবে। নদীর গতিপথ ফিরিয়ে দিতে আমাদের জরিপ চলছে। তাছাড়া বেশ কিছু নদীর প্রকৃতি বিবেচনায় খনন প্রক্রিয়া চালাতে হবে।"

মেসেঞ্জার/তুষার