
ছবি : মেসেঞ্জার
রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা কেপিএম ফকিরাঘোনা প্রাঙ্গণে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মো. ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় মো. শফিউল্যাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. রহমত উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, নুরুল হক, মো. জাকির হোসেন, একরামুল হক, মোহাম্মদ হারুন অর রশীদ, মতিন, সহিদ, মো. সেলিম, মো. ইসমাইল হোসেন, মো. মিজানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশে এখনো ৬০-৭০ ভাগ মানুষ কৃষি পেশায় যুক্ত আছে। এখনো কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অনেক সরকার আসে অনেক সরকার যায়, আর কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। কৃষক দরিদ্র থেকে দরিদ্রই হয়। আর লুটেরারা বিদেশে টাকা পাচার করে।তারা আরও বলেন, তারেক রহমান ঘোষণা করেছেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কৃষকের জন্য প্রত্যেক ইউনিয়নে কৃষি ক্রয় কেন্দ্র নির্মাণ করব, ক্ষমতায় গেলে আমরা শস্যাগারের ব্যবস্থা করব। ক্ষমতায় গেলে সহজ শর্তে ও কোথাও কোথাও বিনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করব। কৃষকরা যাতে বেশি বেশি ফসল ফলাতে পারেন এজন্য গ্রামে গ্রামে আমরা কৃষি সমিতির ব্যবস্থা করব।
মেসেঞ্জার/তুষার